স্টাফ রিপোর্টার। সিলেটের সাদা পাথর সংরক্ষণ, পর্যটন শিল্পের বিকাশ ও স্হানীয়দের কর্মসংস্হানের দাবীতে গ্রেটার সিলেট সুপ্রীম কোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশনের আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বন্ধু, বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ ও সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি,বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা উপরোক্ত আহ্বান জানান।
সংগঠনের উদ্যোক্তা এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এড. আলমগীর হোসেনের সন্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লাখাই সমিতির উপদেষ্টা মাহবুব আলম মালু, সিলেট সমিতির সাবেক সম্পাদক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, দৈনিক সিলেট বাণীর সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ উন্নয়ন ও যোগাযোগ পরিষদের সম্পাদক কুতুব উদ্দিন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন দপ্তর সম্পাদক শফিকুর রহমানসহ সিলেটের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।