ষ্টাফ রিপোর্টার। সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদ-এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়িতে জাতীয় পার্টি চৌদ্দগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ স্মরণসভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান।
সভায় বক্তারা বলেন, কাজী জাফর আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একজন সৎ ও আপোষহীন রাজনৈতিক নেতা। তার নেতৃত্ব ও কর্মগুণ দেশপ্রেমিক রাজনীতির আদর্শ হিসেবে আজও প্রাসঙ্গিক। তারা কাজী জাফর আহমেদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
স্মরণসভায় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।