স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল ইসলাম শরীফ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৮ম স্থান অর্জন করেছেন। শরীফ ওই ইউনিয়নের বাদে ভূকশিমইল নোয়াকোনা গ্রামের বাসিন্দা নানু মিয়া ও রিপা বেগম দম্পতির পুত্র।
নিজের পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পেয়ে তিনি শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। শরীফের এই সাফল্যে এলাকায় ও সংগঠনে আনন্দ-গর্বের আবহ তৈরি হয়েছে।
মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন এক বিবৃতিতে শরীফকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্যের কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।