স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় রুহুল আমিন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ আগস্ট) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রুহুল আমিন রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় পার হলেও ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় তার নিথর দেহ দেখতে পান তারা। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের বিভিন্ন কার্যক্রমে তিনি সহযোগিতা করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা জানান, রুহুল আমিন ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী। হঠাৎ তার চলে যাওয়া সবার জন্য গভীর বেদনার।
মৃত্যুর খবর শুনে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এ কামনা করেছেন স্থানীয়রা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।