স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। রবিবার (৩১ আগস্ট) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন এই দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে শাহ জহুরুল হোসেন কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার কারণে ব্যাপক প্রশংসা কুড়ান। ভূমি সংক্রান্ত অনিয়ম রোধ, ডিজিটাল ভূমি সেবা চালু এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এ ছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমি অফিসকে জনবান্ধব রূপ দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। তার এসব উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।