স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা উত্তর ও পৌর শাখার নবগঠিত কমিটির অভিষেক সম্মেলন অনুষ্ঠিত।
৩১ আগস্ট রবিবার শহরের পৌর হলে কুলাউড়া উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্ব ও কুলাউড়া উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ওবপৌর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মুফাজ্জল করিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা সভাপতি মাওঃ ইউনুস আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মৌলভীবাজার-২ কুলাউড়া নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতিকে সংসদ সদস্য পদ প্রার্থী শাইখুল হাদীস মাওঃ আবুল কালাম আজাদ, জামাতে ইসলামীর উপজেলা আমীরমুন্তাজিম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, আঞ্জুমানে আল ইসলাহ এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ফয়লুল হক খান সাহেদ, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ রফিকুর রহমান, মাওঃ আব্দুস সালাম, মাওঃ আহমদ হোসাইন, কুলাউড়া উত্তর শাখার সহ-সভাপতি মাওঃ মইন উদ্দিন, মাওঃ কাজী জুনাইদ আহমদ বেলাল, মাওঃ আব্দুস সালাম, শরীফপুরী, মাওঃ আলী আকবর, মাওঃ ইমরান আহমদ, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ আমিম আহমেদ শাম্মাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কুলাউড়া উপজেলা সভাপতি মাওঃ আল মাহমুদ উমায়ের।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, কুলাউড়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিট শাখার দায়িত্ব শীল নেতা কর্মি ও সদস্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গ দলে দলে যোগ দিন। সম্মেলন শেষে রিক্সা মার্কার সমর্থনে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।