স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনবাবু সিংহ স্কুলে যাওয়ার পথে মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শমসেরনগর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাজার মুখি একটি যাত্রীবাহী বাস স্কুলের পাশেই থাকে চাঁপা দেয়।দুর্ঘটনায় উনার মুখমণ্ডল ও বুকে গুরুতর জখম হয়ছে।
বর্তমানে সিলেটের মাউন্টএডোরা হসপিটালে চিকিৎসাধীন আছেন। হিংগাজিয়া স্কুলে প্রধান শিক্ষক আতাউর রহমান জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর পরই স্কুলের শিক্ষার্থীরা সড়কে বেঞ্চ বসিয়ে বিক্ষোভ শুরু করে প্রায় আধা ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষাথীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।