
স্টাফ রিপোর্টার। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি সদস্যরা বড়লেখার নিউ পাল্লাথল বিওপি’র আওতাধীন বাতামোড়ল পুঞ্জি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি টহল সদস্যরা মালিকহীন এ মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩৭৪/এম এলাকায় টহলকালে বাংলাদেশের ৫শত গজ অভ্যন্তরে বাতামোড়ল পুঞ্জি এলাকায় মালিকবিহীন অবস্থায় তিন কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি ৫২ ট্যাটালিয়নের সদস্যরা। উদ্ধারকৃত ভারতীয় গাঁজার যার সিজার মূল্য দশ হাজার পাঁচশত টাকা।
মাদক দ্রব্য উদ্ধার পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।