শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী, এএসআই মো: নজরুর ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহর এলাকায় অভিযান চালিয়ে জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল) এর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি শহরের ক্যাথলিক মিশন রোডের চুনু মিয়ার ছেলে তানভীর হোসেন ইসলাম ও সিআর-৩২৮/২৪ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার সাইটুলা গ্রামের রহিম মিয়ার ছেলে সাকিব মিয়াকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।