স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ তারেক আহমেদ যুক্তরাষ্ট্রের বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে পোস্টগ্রাজুয়েট করার সুযোগ পেয়েছেন।
U.S. News & World Report Best Global Universities Ranking অনুযায়ী, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন বর্তমানে বিশ্বের শীর্ষ ৮ম বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।
তারেক আহমেদ নয়া বাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি এবং বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। কেসি কলেজের প্রাক্তন শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষকেরা গর্বিত এবং এটিকে প্রতিষ্ঠানটির জন্য নতুন অর্জন বলে মনে করছেন।
এলাকাবাসীও তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া চেয়েছেন পরিবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।