স্টাফ রিপোর্টার: কুলাউড়া পৌর শ্রমিক লীগের আহবায়ক রাজু আলী রাজুম (৪৫) কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পৌর এলাকার জয়পাশা গ্রামের বাসিন্দা এবং মন্তাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতব্বরসহ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় আসামি রাজু আলী রাজুমকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকলীগ নেতা রাজুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী মামলা রয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।