স্টাফ রিপোর্টার। কুলাউড়ায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এক বিশাল মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা শহরে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ র্যালিতে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, কেন্দ্রীয় তালামীযের সাবেক সহ প্রচার সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া পৌর আল ইসলাহ সভাপতি জায়েদ বকস টিপু, উপজেলা আল ইসলাহর সহসভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা কাজী এহসানুল মাহবুব জাকির, মাওলানা শওকতুল ইসলাম প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ, ছাত্রজনতা ও আশেকে রাসূলরা শহরস্থ আলালপুর আত্তরখার (রহ.) হাফিজিয়া মাদ্রাসা মাঠে জমায়েত হতে শুরু করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।