স্টাফ রিপোর্টার। কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম, মো. ফখর উদ্দিন ও মল্লিকা দেব রায় প্রমুখ।
সভায় ইউএনও মহিউদ্দিন বলেন, বর্তমানে দেশে স্বাক্ষরতার হার ৭৭.০৯ শতাংশ। সরকার শতভাগ স্বাক্ষরতা অর্জনের লক্ষ্যে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।