স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকায় পুকুরে ডুবে মুসকান নামে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
নিহত মুসকান স্থানীয় কামরান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি হঠাৎ বাড়িতে নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।