স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো: কামাল হোসনকে আটক করেছে পুলিশ। রবিবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভুকশমিইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আট/ক করা হয় । জানা যায়, আটককৃত কামাল হোসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। এছাড়াও কামাল ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর আওয়ামীলীগকে পুর্ণবাসন করতে গোপনে গোপনে নেতা র্কমীদের সক্রিয় করার চেষ্টা করছেন। তিনি এখনও বিভিন্নি সভা সমাবেশে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, আটককৃত কামাল হোসন ডেবিল হান্টের তালিকাভুক্ত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।আজ সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।