
স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার ) ৮ সেপ্টেম্বর বিকেলে কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি এটি এম সুলেমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রায় ৫১% নারী ভোটার রয়েছে। সুতরাং নারীদের বাদ দিয়ে দেশে সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। আগামীতে একটি সুন্দর ও স্বস্তির বাংলাদেশ আমরা গড়তে পারবো। সেই দেশ গড়ার জন্য পুরুষদের পাশাপাশি মা- বোনদের এগিয়ে আসতে হবে।আমাদের মা বোনদের ছাড়া প্রয়োজনীয় সংস্কার, সংশোধন, পরিবর্তন কোন ভাবেই সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা পেশাজীবি সহ সভাপতি কাজী জসিম উদ্দিন,
মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃনিজাম উদ্দিন, মনসুর ইউনিটের সভাপতি সোহেল আহমদ, সেক্রেটারি সাহেদ আহমদ, আহমদ আল রিপার, শফি উদ্দিন সিপন, জাহিদ আল ফেরদৌস, ছাত্রশিবির উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।