ষ্টাফ রিপোর্টার। কুলাউড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার বাসিন্দা শাকুল মিয়া বুধবার সকালে প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে শাকুলের ব্যবহৃত জুতা-জামা রাখা ছিল। চারিদিকে খোঁজাখুজির পর সকলের সন্দেহ হলে পুকুরে খুঁজতে শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানির নিচে শাকুলের মরদেহ পাওয়া যায়।
এদিকে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়ার নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে এসে পৌছেন। ততক্ষণে স্থানীয় লোকজন শাকুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল এবং কাপড় ধুতেন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়া জানান, খবর পেয়ে তাঁরা ৫ জনের একটি টিম এসেছিলেন। তারা এসে দেখেন স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।