স্টাফ রিপোর্টার। জুড়ীতে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলতলা আঞ্চলিক মহাসড়কের রত্না চা বাগান এলাকার জীবন জ্যোতি (রহ.) মাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জমির উদ্দিন (মাস্তান) (৩০)। তিনি জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।