স্টাফ রিপোর্টার। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার পিতা দিলীপ পাশী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে মা বাবার অনুপস্থিতে প্রতিবেশী কিশোরী (১৩) কে ঘরে একা পেয়ে শ্রীগোবিন্দপুর চা বাগানের রামদরস পাশির বখাটে ছেলে রামপ্রসাদ পাশি (২০) তাকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে দিপিকার পড়নের ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় দিপিকা রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়ে। ধর্ষণ শেষে অচেতন হওয়া দিপিকাকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে ফেলে রেখে বখাটে রামপ্রসাদ পালিয়ে যায়।
এদিকে বিকালে চা বাগানের কাজ শেষে দিপিকা (ছদ্মনাম) এর পিতা দিলিপ পাশী ও মা চামরতি পাশি বাড়ি ফিরে বাড়ির ভেতরে মেয়েকে বিবস্ত্র হাত-পা, মুখ বাধা রক্তাক্ত অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নির্যাতিতা দিপিকা (ছদ্মনাম) এর পিতা দিলীপ পাশী জানান, ঘটনার দিন আমি এবং আমার স্ত্রী চামরতি পাশী প্রতিদিনের মত সকালে আমাদের মেয়েকে বাড়িতে একা রেখে চা বাগানে কাজে যাই। কাজ শেষে বিকালে বাড়িতে ফিরে আসি। এদিন বিকালে কাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা আটকানো দেখে তা খুলে আমার মেয়েকে খাটের মধ্যে রক্তাক্ত ও উলঙ্গ এবং হাত-পা বাঁধা অবস্থায় জ্ঞানহীন হয়ে পড়ে থাকতে দেখি। আমি ঘটনা বুঝতে পেরে সাথে সাথে আমার মেয়েকে মুমুর্ষু অবস্থায় প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা। মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থা কিছুটা উন্নতি হলে বিস্তারিত ঘটনা জেনে সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ থানায় রামপ্রসাদ পাশিকে আসামী করে ধর্ষণের লিখিত অভিযোগ করেছি। আমি ন্যায় বিচারের দাবী জানাচ্ছি।
অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার রাত ১১টায় কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদার এর নেতৃত্বে এসআই অনিক, আমির হোসেন, এএসআই রবীন, তোফাজ্জল হোসেনসহ পুলিশ অভিযান পরিচালনা করে মাধবপুর ইউনিয়নের শ্রীগোন্দিপুর চা বাগানের নতুন লাইন এলাকার রামদরস পাশির ছেলে প্রধান আসামী ধর্ষক রামপ্রসাদ পাশি (২০) কে গ্রেফতার করা হয়েছে। আসামী রামপ্রসাদ এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (১) মামলা রুজু করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু জাফর মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গত সোমবার সকালে কিশোরী ধর্ষণের অভিযোগ পেয়ে এদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।