
ষ্টাফ রিপোর্টার। জুড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম প্রিয়নতো দাস (২০)। তিনি বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীব দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জুড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে গুরুতর আহত হন প্রিয়নতো দাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয়ন্তো দাসের এ মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।