
স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, দেশকে সত্যিকারের সমৃদ্ধ করতে হলে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিগত ৫৪ বছরে দেশের যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পূরণ করে প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ভিন্নধর্মাবলম্বী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. কবির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাদীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল মজিদ শাহীন, সহসভাপতি আরশাদ আলী বাবু, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবু শাকের খান, সহসভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সেক্রেটারি মিজানুর রহমান আসুক প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।