ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সামাজিক সম্প্রতি কমিটি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জুলাই ওয়ারিয়র্স মৌলভীবাজারের সদস্য সচিব জাহিদ আল ফেরদৌস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বক্তব্য রাখেন, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক এ টি এম সুলেমান হোসেন, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রকিব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, ইউপি সদস্য রেখা রাণী দাস, এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ, কাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিপক মল্লিক, মিন্টু মল্লিক, সুমন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি মো: ওমর ফারুক বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব পালনে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।