ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলায় সার্বজনিন ২শ টি সহ মোট ২শ ১৫ টি পূজা মান্ডবে শারদীয় দূর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল পূজা কমিটির নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সকল চেয়ারম্যান,পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথেও বৈঠক সম্পন্ন হয়েছে। পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সকল বিভাগের সমন্বয়ে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে। পুলিশের পাশাপাশি,সেনাবাহিনী,বিজিবি,আনসার সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো মহি উদ্দিন।
গতকাল সোমবার দুপরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে সেনা,পুলিশ,বিজিবি,ফায়ার সার্ভিস,বিদুূৎ বিভাগ,জনপ্রতিনিধি,বিএনপি,জামায়েতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও পূজা উদযাপন ফ্রন্ট এর সংশ্লিষ্টদের এবং সাংবাদিকদের অংশগ্রহনে পুজা উদযাপনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্টিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো:মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান,সেনাবাহিনীর ক্যাপ্টেন মিছবাহুল ইসলাম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আখঞ্জি,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু,উপজেলা জামায়েতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল,উপজেলা জামায়েতের নায়েবে আমির জাকির হোসেন,ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির,সাংবাদিক সুশীল সেন গুপ্ত,বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন,ওয়ারিয়র্স অব জুলাই এর মৌলভীবাজারের সদস্য সচিব জাহিদুল ইসলাম,রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড.রজত কান্তি ভট্রাচার্য,কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল,এনসিপির মৌলভীবাজার আহবায়ক কমিটির সদস্য ছায়েম আহমদ তালুকদার লিংকন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামীম আহমদ,পূজা উদযাপন পরিষদের সাবেক উপজেলা সেক্রেটারী নির্মল্য মিত্র সুমন,পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব গৌরাঙ্গ দে,পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহবায়ক বিধান দেব,পৌরসভার সদস্য সচিব রুপম নির্ভর মিটু ও নির্মলেন্দু ভট্রাচার্য পান্না প্রমুখ। অনুষ্টান উপস্থাপনা করেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাযহারুল ইসলাম। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আনিছুল ইসলাম, সাংবাদিক শাকিল রশিদ চৌ:,প্রেসক্লাব কুলাউড়ার প্রেসিডেন্ট আজিজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল,উপজেলা এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।