
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার নাসিরাবাদ গ্রামে নাঈম মিয়া (১৬) নামে এক এস এসসি পরিক্ষার্থী কিশোর গত ১৭ সেপ্টেম্বর তার নানার বাড়িতে বিষপান করে । আহত অবস্থায় ওই কিশোরকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় তার মা ও নানা বাড়ির লোকজন। বিষপান কৃত কিশোর সুস্থ হয়ে উঠছে মনে করে তাকে নিয়ে গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে সিলেট হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দিলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
একপর্যায়ে তড়িঘড়ি করে বাড়িতে এসে গোপনে নাঈমের লাশ দাফনের জন্য কবর খোঁড়া শেষ করেন পরিবারের লোকজন। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন ২৩ সেপ্টেম্বর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি তদন্ত মোঃ শামীম আকঞ্জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি বিষপান করলে পরিবারের সদস্যরা সরকারি হাসপাতালে চিকিৎসা না করে সিলেটে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। এরপর তার মৃত্যু হলে গোপনে লাশ দাফনের চেষ্টা করেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।