1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

জুড়ীতে চাঁদাবাজির টাকা সহ যুবলীগ নেতা এশিয়ান টিভির সাংবাদিক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার: জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ মাসুম আহমদ (৩৪) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় তাকে গ্রেফতার করা হয়। মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাসিত বাদী হয়ে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামি হলেন—পশ্চিম জুড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে জালালুর রহমান (৩০)।

বাদীর বক্তব্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুম আহমদ লেখাপড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। বছর দু’য়েক পূর্বে চালাতেন সিএনজি চালিত অটোরিকশা। হঠাৎ করে হয়ে ওঠেন স্বঘোষিত সাংবাদিক। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার আসকারায় চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে বেপরোয়া হয়ে ওঠেন। গত ১৮ সেপ্টেম্বর দুপুরে নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন আব্দুল বাসিত। দরজায় ডাকাডাকি শুনে দরজা খোলে একজন মহিলাসহ মাসুম ও জালালুরকে দেখতে পান। দরজা খোলার সঙ্গে সঙ্গে মহিলা ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং মাসুম মোবাইলে ভিডিও করতে থাকেন। জালালুর দরজার বাইরে পাহারায় থাকেন। এক পর্যায়ে মহিলাকে বিদায় করে মাসুম ভিডিওটি দেখিয়ে বলেন—আপনি এ মহিলাকে নিয়ে রুমে ছিলেন, এই ভিডিওটি আমরা ভাইরাল করে দেব। এতে আপনার সম্মানহানি হবে। এটা না হতে চাইলে এক লক্ষ টাকা দিতে হবে। ভুক্তভোগী বাসিত উপস্থিত তাদেরকে ১৫ হাজার টাকা দেন এবং আসামি দুজন চলে যান। পরে অবশিষ্ট টাকার জন্য বাসিতকে বারবার চাপ দিতে থাকলে বাসিত নিজ পরিবার ও আত্মীয়দের বিষয়টি জানান। সোমবার কয়েকজনকে আশপাশে রেখে কলেজ রোডস্থ জালালুরের দোকানে বিশ হাজার টাকা নিয়ে মাসুম ও জালালুরকে দেন। তারা টাকা নেয়ার সময় ওই লোকজন হাতেনাতে ধরে। তাদের শোরগোলে লোকজন জড়ো হয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ মাসুমকে গ্রেফতার করে এবং জালালুর সটকে পড়ে। পরে পুলিশ মাসুমকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, মাসুম এক সময় পেশাদার সিএনজি চালক হিসেবে কাজ করতেন। পরে এক নেতার সুবাদে রাজনীতিতে যুক্ত হয়ে যুবলীগের ওয়ার্ড সভাপতি পদ লাভ করেন মাসুম। যুবলীগ নেতা হওয়ার পর মাসুম বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, অনিয়ম ও সরকারি সুবিধা আদায়ে সক্রিয় হয়ে ওঠেন।

এছাড়া মাধ্যমিক পাস না করেও দেশের বেসরকারি একটি টেলিভিশন এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ ভাগিয়ে নেন মাছুম। এশিয়ান টিভির প্রতিনিধি হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে সরকারি অফিস, প্রাথমিক বিদ্যালয়সহ নানা অফিসে বেপোরোয়া চাঁদাবাজি শুরু করে। তার গ্রেফতারের পর পুরো উপজেলার মানুষ স্বস্তি প্রকাশ করেন।

আব্দুল বাসিত জানান, মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি আগে সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। গণঅভ্যুত্থানের পর ফেসবুকে সংবাদ মাধ্যমের নাম দিয়ে বিভিন্ন পেজ খোলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলতেন। স্থানীয় একজন রাজনৈতিক নেতার আসকারায় তিনি বেপরোয়া হয়ে ওঠেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি মাসুম আহমদকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট