স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত হয়েছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের নেতৃত্বে বের হয়। র্যালিটি শহরের আদালত সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, হোটেল–রিসোর্ট মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।