1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

বড়লেখায় প্রাইমারি স্কুলের গেটে তরুণের ঝুলন্ত লাশ রহস্যজনক মৃত্যুতে জল্পনা

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বড়লেখা উপজেলার আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলাপসেবল গেটে ঝুলন্ত অবস্থায় শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তরুণের নাম ইমরান আহমদ (২৩)। তিনি সুজানগর ইউনিয়নের দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের দ্বিতীয় ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, ওসি (তদন্ত) হাবিবুর রহমান প্রমুখ।

নিহতের বাবার দাবি ইমরান আহমদ আত্মহত্যা করেছে। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত নন। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।

এদিকে তরুণের ঝুলন্ত লাশের পারিপার্শিক অবস্থা ও নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যা করার একটি স্ট্রেটাসে এই মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা রহস্য দেখা দিয়েছে।

নিহতের বাবা, থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটার দিকে পার্শ্ববর্তী ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী পারভেজ আহমদ আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের প্রবেশের কলাপসেবল গেটে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশিদের খবর দেন। পরে নিহতের বাবা খলিল উদ্দিন ও হাসান আহমদ ঝুলন্ত লাশ ইমরান আহমদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা খলিল উদ্দিন জানান, তার ছেলে ইমরান আহমদ রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে একটি গামছা ও একটি টর্চলাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোবাইল ফোনও বাড়িতে রেখে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার দাবি ইমরান আহমদ আত্মহত্যা করেছে এবং যাওয়ার আগে তার ফেসবুক আইডিতে এর ইঙ্গিত দিয়ে স্টেটাস দিয়েছে।

এমডি ইমরান মাহমুদ সাহরিয়া নামক ফেসবুক আইডিতে ইমরান আহমদ লিখেছে, ‘কারো সাথে কোনো ভুল করলে মাফ করবেন। কারো মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন। অনেকের কাছে ঋণি আছি, আমার বাবার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন। না হলে মাফ করবেন তা-ও না হলে হিসাবের দিন দিয়ে দিব ওইখানে, নিয়ে নিবেন। আমার মৃত্যুটা আমার ভুলের কারণে। কাউকে কোনো দোষী বানাবো না। শুধু এটাই বলবো প্রিয়জনের অবহেলায় আর পরিবারের অবহেলায় আজ আমি নাই পৃথিবীতে।’

নিহতের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় দেখা যায়, মৃত্যু/আত্মহত্যার ইঙ্গিত সম্বলিত স্টেটাসটি পোষ্ট হয় ভোর সাড়ে চারটার দিকে। নিহতের বাবা খলিল উদ্দিনের দাবি রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে মোবাইল ফোন ঘরে রেখে সে বেরিয়ে যায়। এর প্রায় একঘন্টা পর এই স্টেটাস পোষ্টে ধুম্রজাল রহস্যের সৃষ্টি হয়েছে। এছাড়া ঝুলন্ত লাশের পারিপার্শ্বিক অবস্থাও মৃত্যুর কারণ নিয়ে নানামূখি জল্পনা ও প্রশ্ন দেখা দিয়েছে।

থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ফেসবুকে পোষ্ট করা স্টেটাসটি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট