স্টাফ রিপোর্টার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ীসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম।
পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী এবং মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।