
স্টাফ রিপোর্টার। শারদীয় দুগা পূজার নবমীর দিন বুধবার সন্ধ্যায় প্রচুর দশকের সমাঘম ঘটে।চা বাগানের শত শত চা শ্রমিকদের পাশাপাশি হিন্দু ধর্মের হাজার হাজার সদস্যরা অংশগ্রহণ করেন।পুজা মান্ডব পরিদর্শন করেন বিএনপি, জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ,পুলিশ ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ মান্ডপ পরিদর্শন করেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে ততপর থাকতে দেখা যায়। গাজীপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি অশোক কুমার গোয়ালা বাবলু জানান,নবমীর দিনে ১০ হাজার দশর্কের সমাঘম ঘটে গাজিপুর চা বাগান মান্ডবে।
গাজিপুর পূজা মান্ডপ পরিদশনে বিএনপির এমপি প্রার্থী এড আবেদ রাজা সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ সভাপতি জুবের আহমদ খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, গাজিপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অশোক কুমার গোয়ালা বাবলু,সাংবাদিক শাহ আলম শামীম,জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো:নাদির মিয়া প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।