স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় সৈকত দেবনাথ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সৈকত ওই গ্রামের নিরঞ্জন দেবনাথের ছেলে।
সন্ধ্যায় কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সৈকতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে কোনো একসময় সৈকত নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন।
পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের পর বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।