স্টাফ রিপোর্টার | কুলাউড়া দর্পণ।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় উৎসবমুখর পরিবেশে পৃথিমপাশা প্রিমিয়ার লীগ (সিজন-২) ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড ইউপি সদস্য জনাব সেলিম আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান। তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথি পৃথিমপাশা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং ঐতিহ্যবাহী আলী আমজাদ মাঠের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।