1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কবরস্থানের নির্জনতা থেকে শহরের চৌরাস্তার কোলাহল: মানসিক রোগীর রহস্যপূর্ণ আচরণ মহাকাশ থেকে কি পৃথিবীর কোনো বিল্ডিং বা টাওয়ার দেখা যায়? আমাদের হুজুর ও আজকের কিশোর গ্যাং… ক্লাসের চঞ্চল শিশুরাই কি বেশি মেধাবী? একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি… মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলাউড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ রবিরবাজার-কর্মধা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় চা-বাগান থেকে রাতের আঁধারে গাছ চুরির হিড়িক ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর উদ্যোগে মানববন্ধন চলছে কুলাউড়া উত্তরবাজার ইসলামী ব্যাংকের সম্মুখে।

কুলাউড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ রবিরবাজার-কর্মধা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ রবিরবাজার-কর্মধা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। বিগত কয়েক বছর থেকে সংস্কারের কোন কাজ না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কোন প্রতিকার মিলেনি। বর্তমানে রবিরবাজার চৌমুহনী হতে পোস্ট অফিস সড়ক সম্পূর্ণ খানা খন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় এমনকি হাঁটার সুযোগও থাকে না।

রাস্তাটি সংস্কারের দাবিতে ৬ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় রবিরবাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় কয়েক শতাধিক মানুষের সমাগম হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ ও নবাব আলী বাকর খান হাসনাইন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, শিক্ষক বাবু সমরেশ দাস রায়, জাসদ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আশিকুর রহমান ফটিক, জাসদ নেতা আবদুল গফফার কায়সুল। এছাড়াও রবিরবাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনের বক্তারা দাবি করেন, বিগত ২০২০ সালের পর থেকে রাস্তায় কোন সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে রাস্তার সম্পূর্ণ পিস ঢালাই উঠে গেছে এবং খানাখন্দে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, স্কুল, কলেজ বা মাদ্রাসায় যাতায়াতের সময় জলাবদ্ধ পানির মধ্য দিয়ে গাড়ি যাতায়াত করায় তাদের পরনের কাপড়-চোপড় নষ্ট হযয় যায় ফলে তারা পরিষ্কার কাপড় নিয়েও ক্লাস করতে পারেন না। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের যাতায়াত। বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। যার ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। তাদের দাবি রাস্তাটি যেন অতি শীঘ্রই সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট