স্টাফ রিপোর্টার। গতকাল রাত গভীরতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেংছড়ি এলাকায় সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ।
দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশ জুয়েল মিয়া (পিতা: কনা মিয়া, গ্রাম: গোবিন্দপুর) নামে এক ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় ডাকাতি আতঙ্কে থাকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা ওসি ওমর ফারুক ও কুলাউড়া থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, “আটক জুয়েল মিয়ার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।