কুলাউড়ার দর্পণ প্রতিবেদক।
মৌলভীবাজার জেলায় দিনব্যাপী পৃথক পৃথক ঘটনায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ উপজেলায় তিনটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন—এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ১ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন এবং বজ্রপাতে আরও ১ জন মারা গেছেন।
এছাড়া মৌলভীবাজার-সিলেট মহাসড়কে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
অন্যদিকে জুড়ী উপজেলায় এক নারী আত্মহত্যা করেছেন এবং শ্রীমঙ্গলে পানিতে ডুবে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পৃথক পৃথক ঘটনাগুলোর তদন্ত করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।