স্টাফ রিপোর্টার। ৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে কুলাউড়া উপজেলার কোটারকোনা ব্রিজের ১ কিলোমিটার ভিতরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউ নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।