ষ্টাফ রিপোর্টার। গতকাল (১০ অক্টোবর ২০২৫) কুলাউড়া উপজেলার গোগালীছড়ায় অভিযান পরিচালনা করে প্রায় ২০০ মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে এবং স্থায়ী অবকাঠামো অপসারণ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কুলাউড়ার সহযোগিতায়।
অভিযান চলাকালে অবৈধভাবে জলাশয়ে বেড়জাল স্থাপন করে মাছ আহরণের কারণে পরিবেশ ও মৎস্যসম্পদ ক্ষতির অভিযোগে এসব জাল ও স্থাপনা অপসারণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মৎস্য আহরণ ও জলাশয়ের দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।