1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অবৈধ বেড়জাল জব্দ ও স্থায়ী অবকাঠামো অপসারণ শায়িত যমুনার তীরে প্রকৌশলী মোজাম্মেল হক: পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি স্থানীয়দের দাবি কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু  কুলাউড়ায় বৈঠক ব্যর্থ, ১ নভেম্বর রেল অবরোধের ডাক গাড়ি কিনুন মাত্র ১ লাখ ১০ হাজারে! আকিজ সঙ্গী বাংলাদেশে কুলাউড়ায় ৭ শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতের নির্বাচনী কর্মশালা ৫ম দফা বর্ধিত মেয়াদেও শেষ হয়নি কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ ট্রেন চালুতে সময় লাগবে আরও ২ বছর কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন- মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানা কুলাউড়া কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত কমলগঞ্জের বাঁশ মহাল এক দশক ধরে ইজারা হয়নি-পাচার ও বিনষ্ট হচ্ছে বাঁশ, হারাচ্ছে রাজস্ব

শায়িত যমুনার তীরে প্রকৌশলী মোজাম্মেল হক: পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি স্থানীয়দের দাবি

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো: বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) কুলাউড়া সেকশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোজাম্মেল হকের লাশ দাফন করা হয়েছে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর তীরবর্তী শানাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জানাজা শেষে মরহুমকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন স্থানীয় জনতা, আত্মীয়-স্বজন, সহকর্মী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় তিন শতাধিক রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী।

লাশবাহী গাড়ি পৌঁছালে শানাপুর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন, সহপাঠী ও দুই শিশুসন্তানের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।


সরকারি দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ

গত ৭ অক্টোবর (মঙ্গলবার) গভীর রাতে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজে নেতৃত্ব দিচ্ছিলেন প্রকৌশলী মোজাম্মেল হক।

রাতভর নির্ঘুম থেকে উদ্ধার অভিযান পরিচালনার পর তিনি কর্মস্থল কুলাউড়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

তার সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি মোগলাবাজার থেকে টলিম্যান মুহিতের মোটরসাইকেলে করে রওনা দেন। পথে ব্রাহ্মণবাজারের শ্রীপুর এলাকায় ইটের রাস্তার ওপর মোটরসাইকেল পিছলে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।


রেলপথ মন্ত্রণালয়ের শোকবার্তা

বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এক শোকবার্তায় বলেন,

“সরকারি দায়িত্ব পালনকালে মোজাম্মেল হকের মৃত্যু রেলওয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়—মোজাম্মেল হক জীবদ্দশায় কর্মদক্ষ, কর্তব্যনিষ্ঠ ও সহকর্মীদের কাছে প্রিয় ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান— নবম শ্রেণির ছাত্র আরাফ ও পঞ্চম শ্রেণির মুয়াজকে রেখে গেছেন।


সহকর্মীদের শোক ও স্মৃতিচারণা

ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, সহকারী নির্বাহী প্রকৌশলী (সিলেট) শোয়েব আহমেদ, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (শ্রীমঙ্গল) সাইফুল্লাহ রিয়াদ ও (সিলেট) জাকির হোসেন খানসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

সিলেট রেলওয়ে স্টেশনের এ.ই.এন শোয়েব আহমেদ জানান,

“বুধবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজ গ্রামে পাঠানো হয়।”

মোগলাবাজার রেলওয়ে স্টেশনের বড় মাস্টার শফিকুর রহমান বলেন,

“বগি উদ্ধার শেষে কুলাউড়ায় ফেরার পথে তিনি মারা যান। এই দুর্ঘটনায় আমরা সবাই শোকাহত, নিজেকে অপরাধী মনে হচ্ছে।”

কুলাউড়া রেলওয়ে স্টেশনের বড় মাস্টার রোমান আহমদ জানান,

“তিনি কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে সমগ্র কুলাউড়া স্টেশন পরিবার শোকে নিস্তব্ধ।”

সহকারী স্টেশন মাস্টার জসিম উদ্দিন বলেন,

“দুর্ঘটনার পর থেকেই তিনি ঘটনাস্থলে ছিলেন। অক্লান্ত পরিশ্রমে মাত্র দুই ঘণ্টায় লাইন সচল করেন। তাঁর কর্মদক্ষতা ছিল অনন্য।”

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন,

“উদ্ধারকাজ শেষ হওয়ার পর আমরা ইঞ্জিন ও বগি সিলেটে আনার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় তাঁর মৃত্যুর খবর আমাদের হৃদয়ে আঘাত হানে।”


শেষ খাবার মোগলাবাজারে

সহকর্মীদের তথ্য অনুযায়ী, মৃত্যুর রাতে প্রকৌশলী মোজাম্মেল হক তাঁর শেষ খাবার খান মোগলাবাজারের জাহানপুর এলাকার রেলওয়ের মিস্ত্রি বেলাল আহমদের বাড়িতে। সেখানে এখন চলছে দোয়া ও কুরআন তেলাওয়াত, তাঁর আত্মার মাগফেরাত কামনায়।


স্থানীয়দের দাবি: পরিবারের দায়িত্ব নিক সরকার

মোগলাবাজার হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া বলেন,

“প্রকৌশলী মোজাম্মেল হক দেশের জন্য দায়িত্ব পালনকালে প্রাণ দিয়েছেন। তাঁর দুই সন্তানের পড়াশোনা ও পরিবারের জীবিকা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।”

তিনি রেলপথ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান—মোজাম্মেল হকের পরিবারকে স্থায়ী আর্থিক সহায়তা ও সন্তানদের শিক্ষাব্যয়ভার সরকার যেন গ্রহণ করে, এবং ভবিষ্যতে পরিবারের কোনো সদস্যকে রেলওয়েতে চাকরির নিশ্চয়তা দেয়।


বিভিন্ন সংগঠনের শোক

রেলওয়ে প্রকৌশলী মোজাম্মেল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, রেলওয়ের আখাউড়া এ.ই.এন আবু বকর, হাওড়া রেলওয়ে থানার ওসি সফিকুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান, মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমদ, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক এবং মোগলাবাজার হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাহাদউজ্জামান রাহাদসহ অনেকে।


সমাপ্তি প্রার্থনা

যমুনার তীরে শায়িত হলেন এক নিবেদিতপ্রাণ রেল কর্মকর্তা, যিনি দায়িত্বপালনের পথে জীবন উৎসর্গ করেছেন।

সহকর্মী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের প্রার্থনা—

“আল্লাহ তায়ালা প্রকৌশলী মোজাম্মেল হককে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন।”আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট