স্টাফ রিপোর্টার। কুলাউড়ার দুইজন চিকিৎসক এলাকার মানুষের প্রতি অকৃত্রিম মায়া ও মমতা দেখিয়ে চলেছেন। গরীব-অসহায় রোগীদের কাছ থেকে তাঁরা কোনো পারিশ্রমিক নেন না। বরং অনেক সময় রোগীদের ওষুধ এবং এমনকি অর্থ সহায়তাও প্রদান করেন।
তাঁদের একজন অধ্যাপক ডা. আবু বকর মোস্তফা এবং অন্যজন সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাঈদ এনাম ওয়ালিদ। তাঁদের এই মহৎ মানবিক কর্মকাণ্ডের জন্য স্থানীয় মানুষের মুখে মুখে তাঁরা “মানবিক ডাক্তার” হিসেবে পরিচিত।
আমরা তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। একই সঙ্গে আশা করি, কুলাউড়ার আরও অনেক চিকিৎসক তাঁদের মতো মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবেন— অন্তত গরীব রোগীদের কাছ থেকে চিকিৎসা ফি না নিয়ে পরামর্শ ও সেবা প্রদান করবেন।
কারণ এখনো এমন অনেক মানুষ আছেন যারা অর্থের অভাবে ডাক্তারের কাছে যেতে পারেন না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।