স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান গতকাল (১৩ অক্টোবর) কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজি, ঢাকার অনুষদ সদস্য যুগ্ম পরিচালক (উপ সচিব) মোহাম্মদ জাহিদ আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোছা শাহিনা আক্তার ও কুলাউড়া থানার ওসি ওমর ফারুক। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহি উদ্দিন সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী এলজিডি প্রিতম শিকদার জয়, সিনিয়র সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক জসীম চৌধুরী, সৈয়দ আশফাক তানভীর, মাহফুজ শাকিল, অনি চৌধুরী, মহিউদ্দিন রিপনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি চাকুরিজীবিদের চাকুরিতে প্রবেশের পর তাদের মেধা ও দক্ষতা উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষনের কোনো সুযোগ ছিলো না। বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। একজন গ্রাম পুলিশ উক্ত প্রশিক্ষনের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কাজের সক্ষমতা সম্পর্কে সঠিক ধারনা পাবে। ইউনিয়নের ট্যাক্স আদায় থেকে শুরু করে একটি গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সার্বিক তথ্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিয়ে সহযোগিতা করাই হবে গ্রাম পুলিশের অন্যতম কাজ। ৩০ দিনে প্রশিক্ষনে রিসোর্স পারসনগন তাদের সর্বোচ্চ মেধা দিয়ে প্রশিক্ষন প্রদান করে গ্রাম পুলিশদের ভিতরের সত্তা মেধা জাগিয়ে তুলবেন বলে আমি আশা রাখি। জেলা প্রশাসক গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন, ৩০ দিনের প্রশিক্ষনে সরকারের অর্থ ব্যয় হবে। কাজেই সরকারি অর্থকে কোনো ভাবেই হেলা-ফেলা করা যাবে না। সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রশিক্ষনের জ্ঞানকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে গ্রাম পুলিশের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।