1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

এইচএসসির ফলাফল- চমক দেখালো কুলাউড়ার পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার প্রায় সকল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ- ৫ কমেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ১৫ টি প্রতিষ্ঠানের মধ্যে গড় পাশের হারে শীর্ষে রয়েছে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ। প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে ২৮ জন পরীক্ষায় অংশ নেয়। ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ মোট ২৪ জন পরীক্ষার্থী চুড়ান্তভাবে কৃতকার্য হয়েছে। কলেজের এই ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ নির্বাহী কমিটির সংশ্লিষ্টরাসহ এলাকাবাসী। প্রসঙ্গত এবার সিলেট বোর্ডে পাশের হার মাত্র ৫১.৮৫ শতাংশ। সেই দিক থেকে নব প্রতিষ্ঠিত একটি কলেজের প্রথম ব্যাচের ফলাফলে অভিভূত সংশ্লিষ্টরা। কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ বলেন, এই ফলাফল সম্মিলিত প্রচেষ্টার ফসল। কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আহাদ, নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলেই যথাযথ পরামর্শ ও আন্তরিক সহযোগিতা করেছেন। শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং শ্রমের বিনিময়ে অর্জিত এই ভালো ফলাফল কলেজের ভবিষ্যতের পথ সুগম করবে।

সূত্র জানায়, শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে কোন সতন্ত্র কলেজ না থাকায় স্থানীয় বাসিন্দা নিউইয়র্ক প্রবাসী মোঃ আব্দুল আহাদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত করেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ।

শুরু থেকে মনু মডেল কলেজের অধীনে টানা ৩ বছর ভালো ফলাফল বয়ে আনে প্রতিষ্ঠানটি। প্রথম বছর থেকে অদ্যাবদী ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ সার্বিক ফলাফল প্রতিবারই প্রত্যাশিত হয়েছে। গত বছরের ফলাফলেও ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন জিপিএ -৫ লাভ করেছিলো।

কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরী বলেন, এই সাফল্য একা কারোর নয়, সমগ্র অঞ্চলের। উত্তীর্ণদের প্রতি অভিবাদন। দৃঢ় আশাবাদী পিছিয়ে পড়া জনপদকে আলোকিত করতে কলেজটি আগামী দিনেও অগ্রণী ভূমিকায় থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এই সাফল্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার বিনিময়ে অর্জিত হয়েছে। শিক্ষক – শিক্ষিকা, নির্বাহী কমিটি, এলাকাবাসীসহ যারা কলেজের অগ্রযাত্রায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট