স্টাফ রিপোর্টার। কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ পরিবারের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রতিটি পরিবারকে দুইটি করে ৩০০টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে ও সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রহিম প্রধান, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন প্রমুখ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, কুলাউড়া উপজেলার বিভিন্ন সমতল এলাকা থেকে যাচাই-বাছাই করে ১৫০ জন উপকারভোগীর মাঝে দুটি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো সুফলভোগীদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, পুষ্টি সরবরাহ এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সরকার যেভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের প্রণোদনা দিচ্ছে সেই প্রণোদনা যাতে কোন সুফলভোগী নিজেদের স্বার্থের জন্য বিক্রি করতে না পারে সেদিক থেকে সকল সুফলভোগীদের সতর্ক থাকতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।