স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভূকশিমইল গ্রামে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মুসকান তাবাসসুম। সে ভূকশিমইল প্রবাসী যুব সংঘের সভাপতি শাহিন আহমেদের ছোট মেয়ে।
ঘটনাটি ঘটে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে। পরিবারের সবার অগোচরে মুসকান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।