স্টাফ রিপোর্টার। কুলাউড়া সদরসহ ঢাকা ও লন্ডনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় তপন চৌধুরী। ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা তপন চৌধুরী আজও দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
স্কুল জীবনে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত তপন চৌধুরী ছাত্রাবস্থায় দলের বিস্তার এবং প্রতিটি আন্দোলনের অগ্রভাগে ছিলেন। জেলজুলুমসহ নানা প্রতিকূলতা তিনি ভোগ করেছেন। তিনি সাদা মনের, কুটচাল বুঝতে বা প্রয়োগ করতে জানেন না এবং সত্যকে সত্য বলতে কখনো দ্বিধা করেন না।
একজন গুণী লেখক, কলামিস্ট ও সু বক্তা হিসেবে পরিচিত তপন চৌধুরী দলের অঙ্গনে তারেক জিয়ার অঙ্গভক্ত। হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি চরম বিরোধী ছিলেন এবং লন্ডনে মামলাও করেছেন। বর্তমানে লন্ডনে বসবাসের পরও তিনি বিএনপি ও এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। পরোপকারী মনোভাব এবং অকাতরে রোগ ও শোকে সহযোগিতার জন্যও তিনি সুপরিচিত।
কুলাউড়ার ঘাগটিয়া গ্রামের ইঞ্জিনিয়ার নাঈমুজ্জামান চৌধুরীর বড় ছেলে তপন চৌধুরী ১৯৬৭ সালের ১৬ মে জন্মগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী মনোনয়নের ক্ষেত্রে তার নাম জনগণের মুখে শীর্ষে রয়েছে। সাধারণ মানুষের ধারণা, সুযোগ সন্ধানী নয়, পরীক্ষিত সৈনিক তপন চৌধুরী জয়ী হবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।