ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া পৌরসভায় ওয়াল সাটার চুরি মামলার এজাহারনামীয় আসামী বদরুল খান রনি (২৫) কে গ্রেফতার করেছে কুলাউড়া পুলিশ।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে কুলাউড়া পৌরসভা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বদরুল খান রনি, পিতা মৃত নুরুল হক, দত্তরমুড়ি (জয়পাশা), থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার। জানা যায়, তার বিরুদ্ধে চুরির অভিযোগে আগে থেকেই আরও তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌরসভার ওয়াল সাটার চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় রনির সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার উপ- পরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।