স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম রওশন আলী (জি.এস. রওশন) আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ কালে মহানগর ছাত্রদল যুবদল ও বিএনপি পরিবারের অভ্যর্থনায় সিক্ত হন।
এ সময় রওশন নিজেকে কুলাউড়ার মাটি ও মানুষের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, এই হাসি-কান্না, এই মাটি আমার রক্তে মিশে আছে। আমি শুধু একজন এমপি প্রার্থী নই, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন কর্মী, তাই এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
জি.এস. রওশন জানান, আমি যদি দায়িত্ব পাই— আল্লাহ যেন হালাল পথে জনগণের সেবা করার তৌফিক দেন। যেন সত্য, সততা ও ন্যায়ের উপর অটল থেকে কুলাউড়াবাসীর মুখে হাসি ফোটাতে পারি।
তিনি আরো বলেন, ক্ষমতা নয়, আমি বিশ্বাস করি জনগণের দোয়াই একজন নেতার আসল শক্তি। তাই আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।