স্টাফ রিপোর্টার। দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার, ছোট গল্পের সংকলন সব্যসাচীর আজীবন সদস্য, কবি ও সাংবাদিক চয়ন জামানের নবম মৃত্যুবার্ষিকী আজ।
যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান চয়ন কে ‘তারুণ্যের দীপ্ত প্রতীকে’ পরিণত করেছে। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তরজুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মঘ্নতা। ১৯৮১ সালে জন্ম নেওয়া স্বল্প আয়ু নিয়ে আসা, এই কবি তারুণ্য ও সংগ্রাম যুগপৎ তার কাব্যে ধারণ করেছেন। সৃষ্টিকর্মে তুলে এনেছেন দ্রোহ, প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য।
বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা এটিএম নাইমুজ্জামান চৌধুরী, বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী শরিফুজ্জমান চৌধুরী তপন, সলিমুজ্জামান চৌধুরী সুমন, ৪ বোন, মা ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহপাঠী ও গুণগ্রাহী কে কাদিয়ে চলে যান না ফেরার দেশে ।
উল্লেখ্য,অমরুজ্জামান চৌধুরী (চয়ন জামান) ২০১৬ সালের ২১ অক্টোবর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্মরণে পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মহান রাব্বুল আল-আমিন মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।