স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজারে অবস্থিত সরকারি কাঁচা সবজির বাজারে দীর্ঘদিন ধরেই ক্রেতা-বিক্রেতারা নানা সমস্যার মুখোমুখি। সরকারি বাজারে প্রতিদিন কোটি টাকার পণ্য লেনদেন হলেও দখলবাণিজ্য, রাস্তা দখল এবং শেডঘরের অপ্রতুলতার কারণে সাধারণ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না।
সরেজমিনে দেখা গেছে, প্রায় আড়াই শতাধিক ব্যবসায়ী রাস্তায় ও শেডঘরে এলোমেলোভাবে দোকান বসিয়ে ব্যবসা করছেন। প্রভাবশালী ব্যবসায়ী ও পাইকাররা কৃষকের পণ্য কম দামে কিনে বেশি মুনাফা করছেন। প্রধান সড়কে পণ্য বিক্রির কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজারের মধ্যবর্তী সরকারি পুকুরটি ময়লা ও আবর্জনার কারণে ধ্বংসের পথে।
কৃষকরা দাবি করছেন, “স্থায়ী কৃষি শেডঘর নির্মাণের মাধ্যমে আমরা ন্যায্য দামে আমাদের পণ্য বিক্রি করতে পারব।” বাজার ইজারাদার দিপক দে জানিয়েছেন, বাজার ইজারায় ১৪৩২ সনে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা। তবে প্রভাবশালী ব্যবসায়ীদের দখলবাণিজ্য ও রাস্তা দখলের কারণে বাজারের কার্যক্রম অস্থিতিশীল রয়েছে।
পৃথিমপাশা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার জামাল উদ্দিন বলেন, “মজুদ ও স্থায়ী দোকান ভিটার দখল রোধে নিয়মিত সতর্কতা দেওয়া হচ্ছে। শেডঘরের দোকান ভিটার বিষয়ে তদন্ত চলছে।”
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, “সরকারি বাজারে কৃষকের পণ্য বিক্রি নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি)-কে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কৃষি কর্ণার স্থাপনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।