
স্টাফ রিপোর্টার । কুলাউড়া থানার পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত মোট চারজন আসামিকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) জামাল, সাজ্জাদ, বাবুল মিয়া, আরিফুল ইসলাম, আব্দুল মালিক, রফিকুল ইসলাম, আসিফ করিমসহ একটি টিম বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত আসামি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. দেলোয়ার হোসেন বাবলু (৪০), পিতা মৃত একে শামসুল হক, সাং-পরীনগর;
২. ইছাহাক আলী, পিতা আকরাম উল্লাহ;
৩. মোসাহিদ আলী, পিতা আকরাম আলী, উভয় সাং-রাজগর-০১, থানা-কুলাউড়া, জেলা মৌলভীবাজার;
এছাড়াও আরেকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।