
ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়ি সহ ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ জন ভারতীয় বিড়ি পাচার মামলার আসামী, ২ জন নিয়মিত মামলার আসামী এবং ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক এর নির্দেশে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই হাবিব, এসআই মোস্তাফিজুর, এসআই ফাইজুল, এসআই আল আমিন, এএসআই মালিক, এএসআই বাবুল, এএসআই আরিফ, এএসআই সাজ্জাদ ও এএসআই মিরাজুলসহ পুলিশের একাধিক টিম কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছেন—
শিপাউর রহমান শিপন (সাজাপ্রাপ্ত), খোদেজা বেগম, সাইফুর রহমান, আলতাবুর রহমান, রিপন উদ্দিন, ফয়জুর রহমান, হরিবল রিকমন, ছিদ্দিকুর রহমান, রাজা মিয়া, ময়ুর আহমদ ও আলাল মিয়া।
অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫,০০০ শলাকা বিড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।