
ষ্টাফ রিপোর্টার। কুলাউড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) রাতে কুলাউড়া–জুড়ী সড়কের ছামিইয়ামি রেস্টুরেন্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া শহরগামী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মারওয়ান আলম (২২), তিনি কাঁঠালতলি এলাকার ফয়সল আহমেদের ছেলে এবং বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ছিলেন।
এ ঘটনায় আরও আহত কয়েকজনের হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, তরুণ ছাত্রনেতার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।